কেন ক্যারিয়ার হিসাবে ডিজিটাল মার্কেটিং কেই বেছে নিবেন?
ডিজিটাল বাংলাদেশে এখন শপিং, ফুড, সফটওয়ার, ট্রেনিং থেকে শুরু করে সবকিছুই আমারা এক ক্লিকে পেয়ে যাচ্ছি। আচ্ছা গুগল, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইডে কিভাবে কাঙ্ক্ষিত কি-ওয়ার্ড লিখে সার্চ করলেই সব তথ্য সামনে চলে আসছে? এর পেছনে কারা কাজ করছেন?
ঠিক ধরেছেন ডিজিটাল মার্কেটাররা সঠিক অপটিমাইজেশন বা মার্কেটিং দক্ষতায় গুগল বা অন্যান্য সোশ্যাল সাইড গুলো আপনাকে আপনার কাঙ্ক্ষিত তথ্য দিতে সহযোগিতা করছে। যা ব্যবসায়ী এবং ভোক্তা উভয়কেই সমান ভাবে লাভবান করছে।
চলুন জেনে নেই ক্যারিয়ার হিসাবে ডিজিটাল মার্কেটিং কেন এত জনপ্রিয়ঃ
- High on demand- ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বর্তমানে অনেক এবং এটি এমন একটি ফিল্ড যার চাহিদা ক্রমশ বাড়তেই থাকে যার ফলে অন্যান্য ফিল্ডের তুলনায় এই ফিল্ডে ক্যারিয়ার তৈরি করা অনেকটাই সহজ।
- Easy to learn- কোন কাজ শুরু করার আগেই সেই কাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। ইন্টারনেট ও মার্কেটিং সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেই এটাকে খুব সহজে শেখা ও বোঝা সম্ভব। বর্তমান দিনে বিভিন্ন অনলাইন কোর্স করে করেই এটা শেখা যায় এবং এর জন্য কোন কলেজ ডিগ্রির প্রয়োজন হয় না।
- Easy to get a job- আপনি যদি ভেবে থাকে এই ফিল্ডে কম্পিটিশন অনেক বেশি জব পাওয়া খুবই কঠিন হবে তবে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন।
বর্তমান দিনের সাথে তাল মিলিয়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ক্রমশ বেড়ে চলার পাশাপাশি এই ফিল্ডের মধ্যে বিভিন্ন কেরিয়ার অপশন থাকায় এখানে জব অপরচুনিটিও অন্যান্য ফিল্ডের থেকে অনেক বেশি।
আপনার যদি এই ফিল্ড সম্পর্কে সঠিক নলেজ থাকে তবে অবশ্যই এখানে আপনার জন্য অনেক কাজ আছে।
- ৪. Easy to earn- ডিজিটাল মার্কেটিং এমন একটি ফিল্ড যেখানে আপনি আপনার অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে খুব সহজেই $50 থেকে $500 ডলার প্রতি ঘন্টায় উপার্জন করতে পারেন।
ফ্রিল্যান্সিং বিষয়ে যেকোনো প্রশ্ন আমাদের জানতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের সামনে আগাতে উৎসাহ দেবে। 🙂ধন্যবাদ
#freelanceguru #digitalmarketing #digitalmarketingtips #marketplace #freelancing #elearning
যোগাযোগ করুনঃ
Mobile: 0174 037 0323
Email: Contact@freelanceguru.net


