Terms & Conditions
- Home
- Terms & Conditions
Freelanceguru.net
এর নিম্নলিখিত “নিয়ম ও শর্তাবলী” -এর সাথে একমত হয়ে, আপনি আমাদের ওয়েবসাইট, সার্ভিস ব্যবহার এবং টিউটোরিয়াল আপলোড করা,
অথবা কোর্স কেনার জন্য আপনার সম্মতি দিচ্ছেন।
ফ্রিল্যান্স গুরু সম্পর্কে তথ্য:
Freelanceguru.net একটি অনলাইন ই -লার্নিং প্ল্যাটফর্ম এবং শিক্ষাদানকারী এবং প্রশিক্ষকদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যা এস এম এনামুল হোসাইনের মালিকানাধীন এবং পরিচালিত প্রতিষ্ঠান । আমাদের অফিসঃ গকুলনগর, সেনওয়ালিয়া- ১৩৪৪, সাভার/ আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ। ট্রেড লাইসেন্স নংঃ ০০৪৬৯৩
আমাদের সম্পর্কে যে কোন ধরনের প্রশ্নের জন্য অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজ “www.facebook.com/YourFreelanceGuru” অথবা “Contact@freelanceguru.net” এ যোগাযোগ করুন।
ডেফিনেশন্স:
ফ্রিল্যান্স গুরু ওয়েবসাইটের শর্তাবলী এই সাইটের “Users” (Student, Instructor) দের জন্য প্রযোজ্য।
একাউন্ট ওপেনিং এবং রেজিস্ট্রেশন:
আপনি অনলাইনে শিখতে এবং উপার্জনের জন্য শিক্ষার্থী বা প্রশিক্ষক হিসাবে আপনি বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
প্রশিক্ষকগণ আস্থা অর্জনের জন্য কিছু ক্লাস ফ্রি প্রদান করে দুই বা ততোধিক কোর্স তৈরি করতে পারেন, তবে আপনার কোর্সের মূল ক্লাস গুলো বিক্রির জন্য সিকিউর করতে হবে।
একইভাবে যে কোন শিক্ষার্থী তাদের অ্যাকাউন্ট তৈরি করে, কোর্সের মডিউল সহ প্রশিক্ষকের ইন্ট্রো এবং ফ্রি ভিডিও চেক করে কোর্সটি আপনার জন্য যথাযথ কিনা তা নিশ্চিত হতে পারেন।
একাউন্ট সাসপেনশনঃ
আপনি যদি ভুল বাক্তিগত তথ্য প্রদান করেন তাহলে কোন পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই আপনার User Account সাসপেন্ড করার অধিকার আমরা সংরক্ষণ করি।
এছাড়া, আপনার অ্যাকাউন্টের username এবং password গোপন রাখার অনুরোধ করা হচ্ছে। আপনি যদি দেখতে পান যে অন্য কেউ আপনার একাউন্ট ব্যবহার করছে, আমাদের সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অবহিত করুন।
শিক্ষার্থী/Student:
ফ্রিল্যান্স গুরু থেকে যারা কোর্স ক্রয় করছে তাদেরকে “শিক্ষার্থী/Student” বলা হয়।
- Freelanceguru.net ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শিত এবং বিক্রি করা সকল কোর্স এবং ব্লগ পোস্ট শুধুমাত্র ফ্রিল্যান্স গুরু এর সম্পত্তি।
- ওয়েবসাইট থেকে একটি কোর্স কেনার পর আপনি ফ্রিল্যান্স গুরু এর সাথে চুক্তির আওতায় থাকবেন।
- ফ্রিল্যান্স গুরু’র থেকে কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়া হয় না। কোর্সের ফ্রি ক্লাস গুলো দেখে এবং প্রশিক্ষকের ওভারভিউ পর্যালোচনা করার পরে আপনি আপনার পছন্দ মতো যে কোন প্রশিক্ষকের অধীনে যে কোন কোর্স বেছে নিতে পারেন।
- আপনার কনফার্মেশন নিশ্চিত হওয়ার পরে, আপনার নির্বাচিত কোর্স এ আপনাকে সহযোগিতা করার জন্য আপনার এবং ফ্রিল্যান্স গুরু এর মধ্যে একটি শিক্ষা চুক্তি হবে।
- SSLCommerz পেমেন্ট ব্যবহার করে বিকাশ/ রকেট/ মাস্টারকার্ড/ ভিসা কার্ড/ ব্যাংক পেমেন্ট সিস্টেম, ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করুন।।
- ফ্রিল্যান্স গুরু’ তে আপনার ব্যবহার করা অ্যাকাউন্ট থেকে যেকোনো কোর্স কেনার কমপক্ষে ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে ক্রয়ে ব্যবহার করা অ্যাকাউন্টে সম্পূর্ণ কোর্সটি স্বয়ংক্রিয় ভাবে উন্মুক্ত/ডেলিভারি হয়ে যাবে।
- কোর্স কেনার পর কোন রিফান্ড করতে পারবেন না।
- বিনা অনুমতিতে যে কোন কোর্স বা কোর্স মেটেরিয়ালস যে কোন ভাবে কপি এবং ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়। ইহা উভয় পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে।
- কোর্স কেনার পর ড্যাশবোর্ড এ আপনার কোর্স না পেলে আমাদের “Contact@freelanceguru.net” ইমেইল বা অফিসিয়াল ফেসবুক পেজে “www.facebook.com/YourFreelanceGuru” যোগাযোগ করুন।
প্রশিক্ষক/Instructor:
আমাদের প্ল্যাটফর্মে, প্রশিক্ষকগণ নিজ নিজ কোর্সের অনুমোদিত লাইসেন্সধারী।
ইন্সট্রাক্টর যারা আমাদের প্ল্যাটফর্মে কোর্স তৈরি ও বিক্রিতে সম্মত হন যা সম্পূর্ণভাবে নিজেরাই তৈরি করে, এবং বিষয়বস্তুর কপিরাইটের মালিক এবং নিয়ম মেনে কোর্স বিক্রির অধিকার রাখে।
- Freelanceguru.net এ প্রশিক্ষক হওয়ার পূর্বে নির্ধারিত ফর্ম পূরণ করে, অনুমতি গ্রহন করুন।
- সমস্ত প্রশিক্ষককে তাদের বিক্রিত কোর্সের শিক্ষার্থীর কাছ থেকে তাদের কোর্স সম্পর্কে প্রাপ্ত কোন কমেন্ট, প্রশ্ন অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং বিবেচনা করতে হবে।
- আপনার নির্ধারিত বিষয়বস্তুর কোর্স কোন কপিরাইট ভঙ্গ করেছে কি না বা চুরি করা হয়নি এবং আমাদের নিয়ম ও বিধি অনুযায়ী নির্মিত হয়েছে তা নিশ্চিত করুন।
- আপনার কোর্সগুলোর মার্কেটিং করতে পারেন, কিন্তু কোনভাবেই ফ্রিল্যান্স গুরু র কোর্স/ ক্লাস ব্যক্তিগত ভাবে বিক্রি করতে পারবেন না। এবং ফ্রিল্যান্স গুরু কোর্স/ক্লাস/ভিডিও অন্য কোন প্রতিষ্ঠান/ ওয়েবসাইড বা কোন ভিডিও শেয়ারিং সাইডে শেয়ার করা আইনত দণ্ডনীয়।
- আপনি শিক্ষার্থীদের ফিডব্যাক/ রিভিউ/ কমেন্ট মেনুপুলেট করতে পারবেন না।
- প্রশিক্ষক/Instructor গন নিজের প্রতি কোর্স বিক্রির ৪০% পাবেন।
কোর্সের প্রাইসিং/মূল্য নির্ধারণঃ
কোর্সের মূল্য শিক্ষকের চাহিদা, প্রমোশনের নীতি এবং সার্ভিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়; কখনও কখনও আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য, পরিস্থিতি বা ইভেন্টের ভিত্তিতে ছাড়/অফার দিতে পারি।
কোর্স আপলোড করার নিয়মাবলীঃ
- আপনাকে একটি সম্পূর্ণ কোর্স আপলোড করতে হবে
- পাবলিশ করা কোর্স ডিলিট করতে পারবেন না
- প্রতি কোর্সে কমপক্ষে ৫টি টপিক, ১৫টি লেসন, সময়কাল কমপক্ষে ৩ ঘণ্টা হতে হবে, সেই সাথে ভিডিও কোয়ালিটি হাই রেজুলেসন এবং কোয়ালিটি অডিও থাকতে হবে।
- আপনাকে আপনার শিক্ষার্থীদের ব্যক্তিগত ফেসবুক গ্রুপ/ওয়েবসাইটে আজীবন সাপোর্ট প্রদান করতে হবে।
- নতুন কোন আপডেট আসলে কোর্স আপডেট করতে হবে।
- ফ্রিল্যান্স গুরু’র যেকোনো ক্যাম্পেইনিং এ মার্কেটিং পলেসি অনুযায়ী যেকোনো % ডিসকাউন্ট দিতে পারে।
পেমেন্টঃ
যখন আপনি কোন কোর্স ক্রয় করেন বা ফ্রিল্যান্স গুরু থেকে কোন কোর্স বিক্রি করেন, তখন আপনি মোবাইল ব্যাংকিং, ভিসা কার্ড, মোবাইল ওয়ালেট, বা মাস্টারকার্ডের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে সম্মত হন। এবং একজন শিক্ষার্থী যখন আপনার কোর্স কিনবে, তখন প্রশিক্ষক/ Instructor স্বয়ংক্রিয়ভাবে তাদের নিজ নিজ পেমেন্ট পাবেন।
পেমেন্ট এবং উইথড্রর নিয়মাবলীঃ
- প্রশিক্ষকগণ কমপক্ষে ২০০০ টাকা উইথড্রয়াল এর জন্য অনুরোধ করতে পারবে।
- প্রতি মাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে- আপনার আর্নিং থেকে আপনি যে পরিমাণ অর্থের অনুরোধ করেছেন তা আমরা প্রদান করব!
ইন্সট্রাক্টরদের পেমেন্ট স্থগিতাদেশঃ
- প্রশিক্ষক/Instructor দের যথেষ্ট অ্যাক্টিভিটি না থাকলে।
- নিজের যেকোনো ক্লাসে ভুল তথ্য বা অসঙ্গতিপূর্ণ তথ্য দিলে।
- শিক্ষার্থী/Student দের যথাযথ সাহায্য বা সাপোর্ট না দিলে।
- নির্দিষ্ট কোর্সের সব গুলো সিরিজ বা পর্ব পাবলিশে ব্যর্থ হলে।
ফ্রিল্যান্স গুরু অথরিটি নির্দিষ্ট ইন্সট্রাক্টরের পেমেন্ট আটকে রাখা বা একাউন্ট সাসপেন্ড করার ক্ষমতা সংরক্ষণ করে।
কখন কোন কোর্স বাতিল করা হবেঃ
নিম্ন লিখিত যেকোনো ঘটনায় আপনার কোর্স বাতিল বা ডিলিট করা হতে পারেঃ
- অন্যর ভিডিও বা কন্টেন্ট ব্যাবহার করলে
- কপি রাইটের অভিযোগ প্রমানিত হলে
- ভিডিও বা কোর্সে অনৈতিক প্রোমোশন করলে।
- শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের কারো সাথে সম্পর্কিত কারো সাথে খারাপ ব্যবহার করলে
- অসাধুতা প্রমানিত হলে
সর্বোপরি,
ফ্রিল্যান্স গুরু যেকোনো নিয়ম ও শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, সংস্করণ এবং যেকোনো সিধান্ত নেয়ার ক্ষমতা সংরক্ষণ করে। ০